তারিকুল ইসলাম তারিক স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণ পাড়া গ্রামে হারিয়ে যাওয়া ৪ (চার) বছরের শিশু আদমের লাশ উদ্ধার হয়েছে। শিশু আদম গত শুক্রবার ৭ জুন/২৪ খ্রিঃ হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ৮ জুন/২৪ খ্রিঃরাত আনুমানিক ১০ ঘটিকার সময় একবার পুর দক্ষিণপাড়ার জব্বার হোসেনের পুত্র রাঞ্জু ও ফজলুর পুকুর থেকে শিশু আদম-এর লাশ উদ্ধার হয় ।
পুলিশ ও স্থানীয় জনগণ জানায়, ৮ জুন/২৪ খ্রিঃ শনিবার রাত ১০ টা নাগাদ পুকুরের ধারে এক জোড়া জুতা দেখতে পায়, তা দেখে লাইট জ্বালিয়ে সামনে দেখেন আদমের নিথর লাশ টি পানিতে ভেসে আছে। আদমের জ্যাঠা মিঠু মিয়া পীরগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। এই শিশুটিকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ঐ পাড়ার মৃত্যু ফয়েজ উদ্দিনের কনিষ্ঠ পুত্র মোকছেদ আলীর বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় ১৪ (চৌদ্দ )রাউন্ড রাবার বুলেট ছোঁড়েন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন ? এ সময় মোকছেদের স্ত্রী শিউলি কে পুলিশ আটক করে এবং আদমের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। অদ্য ৯ জুন/২৪ খ্রিঃ বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় লাশের ময়না তদন্ত শেষে একবারপুর দক্ষিণ পাড়ায় নিজ বাড়িতে পরিবারের নিকট আদম-এর মরদেহ হস্তান্তর করেন? এসময় এসিল্যান্ড ত্বকী ফয়সাল তালুকদার ,পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন ,মিঠিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ মন্ডল ,স্থানীয় সুধীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।পীরগঞ্জ থানা ইনচার্জ আনোয়ারুল ইসলাম তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার পাওয়ার উপস্থিত সকলকে আশ্বস্ত করেন । শিশু আদমের মরদেহ সুষ্ঠ ভাবে দাফন কার্য সম্পন্ন হয়েছে ।