তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগঞ্জে ৯৩ টি পুজা মন্দিরে শারদীয় পূজা সুষ্ঠু সুন্দরভাবে উদযাপিত হচ্ছে । বাঙালি সনাতন ধর্মালম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা । এই পূজা, শরৎকালে হয় বলে একে বলে শারদীয় দুর্গাপূজা । অবশ্য মা দুর্গাকে শক্তির দেবীও বলে থাকেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ ও তাই নানাভাবে সর্বত্র সার্বজনীন ভাবে এ পূজা পালিত হয়ে থাকে। এই পূজাকে
ঘিরে নানা জনে নানান ছন্দাকারে বলেন , শরৎকালে রোদের ঝিলিক , শিউলি ফুলের গন্ধ , মা এসেছে ঘরে , তাই মনে এত আনন্দ ও পুজোকে ঘিরে পূজারীদের নানান কল্পনা আলপনা নানান স্বপ্ন নানান আশিষ । তাই এই পূজা সমগ্র সনাতন ধর্মাবলম্বী সমস্বরে বলছেন হ্যাপি দুর্গাপূজা । আনন্দ জৌলুস ও সুখের মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা । গতকাল সরেজমিনে কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে , প্রতিটি পূজা মন্ডপে শিশু কিশোর এবং মহিলাদের উপচে পরা ভিড়। চারিদিকে সাজ সাজ জৌলুষ ঢাক – ঢোল এর তালে তালে আরতির ধ্বনিতে মুখরিত পুরো মন্দির প্রাঙ্গণ ও সম্প্রতি আয়োজনে ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন পূজা মন্ডপে আগত উৎসুক জনতাও দ্বিধাহীন ভাবে আনন্দের অংশীদার হয়েছেন । আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নিরাপত্তায় রয়েছেন আনসার পুলিশ সহ পূজা মন্দির কমিটির স্বেচ্ছাসেবক দল । একাধিক পূজা কমিটির দাযড়ত্বশীলগন জানিয়েছেন সেনাবাহিনী পুলিশ এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সর্বদাই কাজ করে যাচ্ছেন। পূজা কমিটিকর্তৃক পূর্বেই জানা গেছে ১৩ অক্টোবর রবিবার রাত ৮ ঘটিকার মধ্যে দুর্গা মাকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল দুর্গা মাকে বিসর্জন দেওয়ার কর্মকা-ে পূজারীরা ব্যস্ত সময় পার করছেন । উপস্থিত এলাকাবাসীর সূত্রে জানা গেছে , এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়নি এবং ভবিষ্যতেও কোন অপ্রতিকর ঘটনা না ঘটার আশা পোষণ করছেন পূজারীরা।