মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে চলছে ফসল রক্ষা বাঁধের কাজ। ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নের জন্য ৩৯ টি পিআইসি গঠন করে পাউবো।
সরেজমিনে ২৭নং পিআইসি বাগময়না এলাকায় বেড়িবাঁধ পরিদর্শনে গেলে দেখাযায় কুশিয়ারা নদীর তীরে অবস্থিত পুরাতন বাঁধ থেকে মাটি কেঁটে তৈরি করা হচ্ছে নতুন ফসল রক্ষা বেড়িবাঁধ (২৭নং পিআইসির কাজ)। এ ছাড়াও বাঁধের কাজ করতে গিয়ে ২/৩টি গাছ কেটে পেলেন ২৭নং পিআইসি বাস্তবায়ন কমিটি।
এব্যাপারে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, পুরাতন বাঁধটি কাটার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের অনুমতি নিয়ে পুরাতন বাঁধের মাটি কেটে নতুন বাঁধে তৈরি করতে দদদবলা হয়েছে। তিনি আরও বলেন যেদিকে রাস্তাটি ভাঙ্গন শুরু হয়েছে তার পাশে সরকারি জায়গায় নতুন করে বাঁধ নির্মাণে কাজ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন গাছ দুটি বাঁধে মাটি ফেলার কাজে বিঘ্ন ঘটায় গাছ দুটি কাটা হয়।
পিআইসির কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ তেরা মিয়া প্রতিনিধিকে জানান হাওরে মাটি না থাকায় পুরাতন বাঁধটি কেটে নতুন বাঁধ নির্মাণের জন্য মাটি নেওয়া হচ্ছে।
পরবর্তীতে আমরা পুরাতন বাঁধ ভরাট করে দেব। তিনি আরো বলেন দুইটি ছোট ছোট গাছ ছিল কাজ করতে অসুবিধা দেওয়ায় কেটে ফেলা হয়। এলাকাবাসী জানান, গাছগুলো অত্যন্ত উপকারী ছিল ফখর রুদ্রের সময় মাঠে কাজ শেষে গাছের ছায়ায় আমরা বিশ্রাম নিতাম।
পাশাপাশি নদী ভাঙ্গন রোধে প্রোডাকশন ছিল গাছ গুলো। গাছগুলো কাটা অত্যান্ত দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য।