প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৪:১৩ পূর্বাহ্ণ
পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
শামীম তালুকদার , নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলায় তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সদস্য পরিচিতি সভা করেছে চরপাড়া সূর্যোদয় স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চরপাড়া এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
জামাল শাহ দেওয়ান এর পরিচালনায়, সাধারণ সম্পাদক ইউসুফ এর সঞ্চালনায় বন্ধু মহল ব্লাড ব্যাংক এবং স্বপ্নচারী ব্লাড ও হেল্প ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং ক্লাবের সকল সদস্য ও উপদেষ্টাদের মাঝে ক্লাবের জার্সি বিতরণ করা হয়।
বন্ধু মহল ব্লাড ব্যাংক এর উপদেষ্টা নূর উদ্দিন জানান, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন মানুষ কে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাসানুর রহমান হক মিয়া, নুর উদ্দিন মন্ডল দুলাল, দুর্জয় শেখ, এডভোকেট ফজলে রাব্বি, আনিসুর রহমান, মো: ওয়াসিম, কবি শামীম, মো: সেলিম, হাবিবুর রহমান, মো: জুয়েল, মোঃ জহুর খাঁ, মো:আশরাফুল আলম রফিক, হইলন খাঁ, মো: এরশাদ, নুর ইসলাম, শফিক মিয়া, মো:জাহিদ হাসান বাবু, জুনায়েদ হোসেন, মোফাজ্জল হোসেন, আজিজুল, মাজহারুল, আলম,নকিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.