পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নওগাঁর পোরশা এলাকায় নেতৃত্বদানকারী বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক শাহ্ (৯০)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
উপজেলার শিশা গ্রামের মৃত আব্দুল গফুর শাহ্ এর ছেলে।(শুক্রবার) ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতকালে তিনি স্ত্রী, এক মেয়ে তিন ছেলে, নাতিনাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহরের নামাজের পরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান ও জানাজা শেষে তাকে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় ইউএনও মো. আরিফ আদনান,থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, নিয়ামতপুরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট জামান, সাপাহারের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, মহাদেবপুরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, তার মৃত্যতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.