মোঃ আলাল উদ্দিন, পাবনা জেলা প্রতিনিধি:
স্বপ্ন ছিল প্রিয় মানুষটার সাথে সুখে দুঃখে সারাটি জীবন কাটাবেন এক সাথে, তাই-তো পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে প্রিয় ভালবাসার মানুষ নোয়াখালী জেলার নবীর ছেলে পারভেজের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ১৭ বছরের তরুণী পাবনার আব্দুল মন্ডলের মেয়ে রুপা খাতুন।
বেশ সুখেই কাটছিল তাদের নতুন সংসার, হঠাৎ কোটা সংস্কার আন্দোলনে ৪ ই আগষ্ট ঢাকা মিরপুর থেকে মাথায় গুলি লেগে আহত হন পারভেজ। ঢাকায় নিউরোসাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ১ মাস ১৫ দিন পর মৃত্যুবরণ করেন। স্বামী পারভেজ হোসাইন শহীদ হবার পর ,তখনই নেমে আসে রুপার জীবনে অন্ধকারের ছায়া । শহীদ পারভেজ ঢাকায় থাই গ্লাসের কাজ করতেন।
স্বামীর দেওয়া শেষ উপহার ঘড়ি আর একজোড়া কানের দুল ই যেন তার শেষ স্মৃতি । এ নিয়েই মানবেতর জীবনযাপন করছেন এই তরুণী । এদিকে সরকার ও সমন্বয়করা বিভিন্ন সহযোগিতা শহীদ পারভেজের পরিবারকে করলেও তার কোন সহায়তা পাননি রুপা খাতুন।
কি হবে ১৭ বছরের তরুণী রুপার কে নিবে তার দায়িত্ব। এ নিয়ে দুশ্চিন্তায় মানবেতর জীবনযাপন করছে রুপা ও তার পরিবার।