বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।
ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমার বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে আজাদ মিয়া ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন; সৈয়দপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রাজা মিয়ার ছেলে আজাদ মিয়া (৪৫), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৩৮), ও মেয়ে আর্জিনা (২০)। এ নিয়ে ভুক্তভোগীর ভাতিজা রাসেল মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪৮।
মামলা ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. আজাদ মিয়ার পরিবারের ৩ সদস্যদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর আহত করে একই গ্রামের আলমগীর (২৮), তার মা শাহনা খাতুন বুড়ি (৪৫)। এর পূর্বে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে দু পরিবারের ভেতর। সে বিরোধের জেরে আসমী আলমগীর ও তার মা শহানা খাতুন বুড়ি ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে আজাদ মিয়ার পরিবারে উপর নৃশংস হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। আহতরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত। বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মারামারির বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। রাতে একজন আসামীকে আটক করা হয়েছে। আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.