নিজস্ব প্রতিবেদক:
বিপ্লব কুমার দাস এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির আয়োজনে ছাত্র জনতা র হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড গোলচত্বর হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ বিএনপি নেতাকর্মী সহ ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জড়িতদের সহ সকল হত্যাকান্ডের বিচার দাবী করে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির আহবায়ক এস,এম মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ওসমান মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সী, সাধারণ সম্পাদক আঃ সামাদ খন্দকার, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী,চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ্জুক চোকদার সহ ছাত্রদল,যুবদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।