বিপ্লব কুমার দাস। উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ:
ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যেয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক”উই”প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার প্রশিকা উন্নয়ন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাঙ্গা নারী সামাজিক সমিতির উদ্যোগে "উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে কর্মশালায় নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করে। এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি এবং দক্ষ করে গড়ে তোলাই এর উদ্যেশ্য। নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের আওতায় বিভিন্ন পেশায় দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে বলে বক্তারা উল্লেখ করেন। নারী সামাজিক সমিতির সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে
সমিতির সাধারণ সম্পাদক খালেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী আজিম উদ্দীন।
উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, তথ্য আপা প্রকল্পের অপূর্না মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্কাছ আলী,আলমগীর মোড়ল ,প্রকল্পের পদস্থ কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি, উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.