৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২৭ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

ফুলজোড় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ॥ হুমকির মুখে রাস্তা, বাড়িঘর, তীর রক্ষা বাঁধসহ বহু স্থাপনা

প্রতিবেদক
joysagortv
অক্টোবর ৬, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় এক শ্রেণির অসৎ প্রভাবশালী বালু ব্যবসায়ী সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে ফুলজোড় নদীর মুগবেলাই ও ঝাটিবেলাই এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। আর উত্তোলিত বালু প্রতিনিয়ত হ্যাভি ট্রাকে বহন করায় বিভিন্ন স্থানে ভেঙে গেছে নদী তীর রক্ষা বাঁধসহ নদীর পাশের সড়কের বিভিন্ন স্থান। হুমকির মুখে পড়েছে এলাকার বাড়িঘর, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা। এতে করে এলাকাবাসির চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অবৈধ ভাবে বালু উত্তোলন এবং কাটার ড্রেজার ও ভলগেট বন্ধের দাবী জানিয়ে এলাকায় মানববন্ধনসহ জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার মুগবেলাই ও ঝাটিবেলাই এলাকায় কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী প্রশাসনের লোকদের ম্যানেজ করে সেনাবাহিনীর অনুমোতি নিয়েছে দাবী করে কাটার ড্রেজার দিয়ে নদীর ভিতরে ভলগেট লোড করে অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের সুবিধামতো বিক্রির জায়গায় আনলোড করে ১০ চাকা বিশিষ্ট হ্যাভি ট্রাক দিয়ে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছে। এতে করে উল্লেখিত এলাকার লোকজনের বাড়িঘর, বসতভিটা, ফসলী জমি, রাস্তা, সিসি ব্লক দিয়ে তৈরি নদী তীর রক্ষা বাঁধ ধ্বসে গিয়েছে। হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ হুমকির মধ্যে পড়েছে বহু স্থাপনা। এছাড়াও বড় বড় ট্রাক চলাচলে রাস্তা ব্যাপক হারে ভেঙ্গে লোকজনের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সেই সঙ্গে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। বর্তমানে সরকার অনুমোদিত কোন বালুমহাল না থাকলেও বিভিন্ন স্থানে একাধিক ড্রেজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা। আর উত্তোলিত বালু স্তুপ করে রাখা হচ্ছে নদীর দু’পাড়ের ফসলি জমিতে। পরে তা হ্যাভি ট্রাক যোগে বিক্রির জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন স্থানে। প্রতিদিন নদীর পাশের পাকা সড়ক দিয়ে বালু ভর্তি অসংখ্য ট্রাক চলাচল করায় ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ। অপরদিকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।
এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে বার বার লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ না হওয়ায় এবার এলাকাবাসীর পক্ষে মো: জেলহক আলী আকন্দ, মো: হায়দার আকন্দ, মো: লিপন হোসেন, মো: হাসানুজ্জামান ও মো: নুরুল ইসলাম জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন।এলাকাবাসী তাদের ফসলী জমি, বাড়ীঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছে।এদিকে, এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে কাটার ড্রেজার মেশিন জব্দ করে রেখেছে। প্রশাসনকে খবর দেওয়া হলেও এ বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।অপরদিকে, সেনাবাহিনীর নাকের ডগায় এই অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম চললেও তাদের নিরব ভূমিকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।উল্লেখ্য, নদীর সিস্টেম ড্রেজিং/ পুন:খনন ও তীর সংরক্ষণ প্রকল্প-এর আওতায় বাঙ্গালী, করতোয়া, ফুজোড় ও হুরাসাগর নদী খনন কাজ শুরু হয়। কাজ সমাপ্ত না হলেও গত (২০২৪ইং) জুন মাসে নদী ভাঙনের হাত থেকে ঢাকা-বগুড়া মহাসড়ক বাঁচাতে উক্ত প্রকল্পের কাজ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সমাপ্ত ঘোষণা করা হলেও আবারো উক্ত প্রকল্পের মেয়দা ৩০ জুন ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।
কিন্তু প্রকল্পের কাজ শুরু থেকেই এক শ্রেণির অসৎ প্রভাবশালী বালু ব্যবসায়ী ও প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ কেন্দ্রীক উদ্ভুত পরিস্থিতির তদন্ত কমিটির রিপোর্ট হস্তান্তর

সিরাজগঞ্জে স্মার্ট বয়েজের ৯ম বর্ষপূর্তিতে গুণীজন সম্মাননা প্রদান  অনুষ্ঠিত

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

সুনামগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সংবাদিকদের মতবিনিময়

জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই -তারেক রহমান 

কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার : প্রধানমন্ত্রী

ভালুকায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চাকুরী জাতীয়করণে ১ দফা দাবিতে ৫ অক্টোবর ঢাকা মহাসমাবেশ উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষক ঐক্যজোটের প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে পুলিশের অভিযানে পলাতক আসামী নারীসহ গ্রেফতার ২