ইমন আলম:
বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশালের সকল স্টুডেন্টদের জন্য লঞ্চের সব রুটের ভাড়া আজ থেকে হাফ।। (ঢাকা ব্যতীত)
সোমবারে অফিসিয়ালি লিখিত নোটিশের মাধ্যমে স্থায়ী চালু হবে।
শুধু ভারসিটি কার্ড দেখালে লঞ্চ টোল ১০ টাকা ফ্রি এবং ভাড়া সব রুটে হাফ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা এসোসিয়েশন এর সার্বিক সহায়তায় এটি সম্ভব হয়েছে।