গাবতলী বগুড়া প্রতিনিধিঃ
“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্নার বাঁধন “বাঁধন, ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), সরকারি শাহ্ সুলতান কলেজ ইউনিট, বগুড়া জোন। প্রতি বছরের ন্যায় এই বছর দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ১২ রমজান ২৩/০৩/২০২৪ রোজ শনিবার কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়। এই বছরও বাঁধন ইউনিট থেকে গরিব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সেলিমুজ্জামান, মোহাম্মদ এমদাদুল হক,অরুপ কুমার কন্ডু, বাঁধন সরকারি শাহ সুলতান কলেজ ইউনিটের বর্তমান উপদেষ্টা নাসিম উদ্দিন জীবন,মোঃ আবু জাফর, মোঃ মৃদুল সরকার উত্তম কুমার, সুমন কুমার, মোঃ সোহেল রানা, মোছাঃ খাদিজাতুল মৌ, মোঃ এনামুল হক, দীপঙ্কর দাস দীপ, মোহাম্মদ ফয়সালা, মোছাঃ উম্মে হানি, সাংবাদিক রিপন মিয়া। সরকারি শাহ সুলতান কলেজ ইউনিটের বর্তমান জনাম প্রতিনিধি জয়নাল আবেদীন, সভাপতি বিপ্লব দেবনাথ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। এ ছাড়া আর উপস্থিত ছিলেন বগুড়া জোনের আজিজুল হক কলেজ ইউনিট সরকারি শাহ সুলতান কলেজ ইউনিট সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট জয়পুরহাট সরকারি কলেজ ইউনিট । পাঁচটি সরকারি কলেজের দুই শতাধিক বাঁধন কর্মী। দোয়া ও ইফতার মাহফিলে বাঁধনের অতীত, বর্তমান বাঁধনের শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা, বর্তমান কর্মী সবার জন্য দোয়া করা হয়।