শামীম তালুকদার, নেত্রকোণা:
বাংলাদেশ প্রেস ক্লাব, পূর্বধলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৮ এপ্রিল) পূর্বধলা বি আর ডিবি হলরুমে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, জটিয়াবর, পূর্বধলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, পূর্বধলা উপজেলা বি আর ডিবি’র পরিচালক নূর ইসলাম, এস এ ম ওয়াদুদ, সভাপতি, প্রেসক্লাব পূর্বধলা,ডা.কছিম উদ্দিন, সভাপতি, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, পূর্বধলা,সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখা, মহিউদ্দিন তালুকদার, সারোয়ার হোসেন, নেত্রকোণা সদর উপজেলা শাখার সদস্য সচিব, বাংলাদেশ প্রেস ক্লাব, সাংবাদিক নূর নবী লিওন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, সঞ্চালনায় ছিলেন, শ্যামগন্জ আঞ্চলিক শাখার সভাপতি রফিকুল ইসলাম মিথুন আজমী।
ইফতার এর পূর্বে দেশ ও মানুষের কল্যাণে দোয়া পড়া হয়।