রাজবাড়ী প্রতিনিধিঃ
বিএনপি সরকার ক্ষমতায় আসলে মাথার চুল কেটে নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখবেন রাজবাড়ীর কালুখালীর কালুখালী উপজেলার কাঠমিস্ত্রি মোঃ সাবু মন্ডল।
সাবু মন্ডল কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মোঃ তালেব আলী মন্ডলের ছোট ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।
মন্ডল জানায়, ২০০৮ সালে বিএনপি নির্বাচনে পরাজিত হলে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার উপরে হামলা অত্যাচার ও নির্যাতন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বাবার দেওয়া সম্পত্তি বিক্রি করে তিনি একটি মাইক্রোবাস কিনেছিলেন সেটাও আওয়ামীলীগের সন্ত্রাসীরা লুটপাট করে নিয়ে যায়। বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে গ্?েফতার করানো হয় তাকে। তার উপর এসব অত্যাচার ও নির্যাতনের পর থেকেই জেদ করে মাথার চুল কাটা বন্ধ করে তিনি।
তিনি বলেন, যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলেই আমার মাথার চুল কাটবো। যদি না আসে মৃত্যু পর্যন্ত আমার মাথার চুল এভাবেই থাকবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমার মাথার চুল কাটার জন্য এমপি সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। অনেকবার টাকার বিনিময়ে আমর চুল কেটে ফেলার চেষ্টাও করেও তারা ব্যর্থ হয়েছে।
স্থানীয়রা জানায়, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাবুর উপরে বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বাবার সম্পত্তি বিক্রি করে কেনা মাইক্রোবাসটাও লুট করে নিয়ে যায় তারা। তারপর থেকেই সাবু জেদ করে মাথার চুল রেখে দেয়।