প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৫:০০ পূর্বাহ্ণ
বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রায়গঞ্জবাসী
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
প্রচন্ড গরমের পর নিম্নচাপের প্রভাবে ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার সারাদিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রায়গঞ্জবাসী। সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে মাদ্রাসা, স্কুল কলেজগ্রামী শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে কাদা পানিতে একাকার হয়ে গেছে উপজেলার রাস্তাঘাট, হাট বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠও। রবিবার সারাদিনের বৃষ্টিতে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি। এদিকে ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.