রেজাউল করিম, বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, মাসিক সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করনীয় ও বর্জনীয় বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
এসময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি কোন কর্মকর্তা নির্বাচনী প্রার্থীদের পক্ষ নিয়ে প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করতে পারবেনা, এধরণের কোন অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে আচরণ বিধি লঙ্ঘনের কারণে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ৬ মাসের জেল কার্যকর করা হবে, তাই সরকারি কর্ম কর্তা সবাইকে নির্বাচনী বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে ২৫শে এপ্রিল বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান, বেলকুচি উপজেলা কৃষি কর্ম কর্তা সুকন্ত সূত্রধর, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্ম কর্তা রায়হান নবী, সমাজ সেবা কর্ম কর্তা দেবাশীষ ঘোষ, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, ইউপি সদস্য আছির উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্ম কর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা হাসনাত জাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা গন উপস্থিত ছিলেন।