রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৈনন্দিন অক্লান্ত বিনাশ্রমে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সদস্যরা, পাশাপাশি রাস্তার জ্যাম নিরসনে ট্রাফিক এর দায়িত্বও পালন করে যাচ্ছে। রাস্তার যেখানেই সমস্যা সেখানেই সমাধান করতে চেষ্টা চালাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বেলকুচির মুকন্দগাতী রাস্তার উপরে ফুটপাতে অবৈধ স্থাপনা দোকান পাঠ উচ্ছেদ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যরা, এতে সহযোগিতা করছে বেলকুচি পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। ২২শে আগষ্ট দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে বেলকুচি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মুসা হাসেমী জানান, আমরা এই মুকন্দগাতী বাসস্ট্যান্ডে কিছুদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছি আর তখনই বুঝতে পেরেছি এই রাস্তার উপরে ফুটপাতের অবৈধ স্থাপনা দোকান পাঠ গুলোই সব সমস্যার কারন। তাই আমরা বনিক সমিতির মালিক পক্ষ, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সাথে এই দোকান উচ্ছেদ করার বিষয়ে আলোচনা করি। তাদের সম্মতি ও সহযোগিতায় আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। তবে আজকে সবাইকে হাত ধরে বুঝিয়ে উচ্ছেদ করেছি এরপর যদি আবার এই ফুটপাতে রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে হাটাচলায় সমস্যা তৈরি করে তখন আমরা শক্তহাতে উচ্ছেদ করবো বলে হুশিয়ারী দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।