রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকাল ৮ টা থেকে বেলকুচি উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। নিয়ন্ত্রণের জন্য হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে নিয়ম মেনে গাড়ী চালানোর অনুরোধ করছেন। এছাড়া তারা সবাইকে দ্রুত গতিতে গাড়ী না চালানোর জন্যে পরামর্শ দিচ্ছেন। রাস্তায় ট্রাফিক ও পুলিশ প্রশাসন না থাকায় সতর্ক অবস্থানে রয়েছে র?্যাব ১২ এর সদস্যরা। শিক্ষার্থীরা বলেন আন্দোলনের পর থেকেই এখানে কোন ট্রাফিক নেই যার কারনে প্রচন্ড জ্যাম লেগে থাকতো এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলকুচি মুকুন্দগাতী বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করে ট্রাফিকের দায়িত্ব পালন করছি যাতে যানজট না হয়।’
গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা বেলকুচি উপজেলা কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় বেলকুচিবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি।
ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব।’
পথচারীরা বলেন, ছাত্রদের এই উদ্যোগে আমরা খুব খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে। দেশের উন্নয়নের স্বার্থে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে দেশে আরও উন্নয়ন সম্ভব বলে আমরা মনি করি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.