প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
বেলকুচিতে ডাঃ আমজাদ হোসেন স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প
রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি :
সমাজ হিতৈষী কর্মবীর দেশের অন্যতম শিক্ষা ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ এম এম আমজাদ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বেলকুচি আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সমিশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শহিদুল ইসলাম ৪০ সদস্যের এ মেডিকেল টিমের নেতৃত্ব দেন।
এতে সহস্রাদিক মানুষকে মেডিসিন, চক্ষু, অর্থোপেডিক, চর্ম ও যৌন, সার্জারি, শিশু, ইউরোলজি নাক, কান, গলা, কার্ডিওলজি, ব্লাড গ্রুপিং চিকিৎসা পত্র ও ওষুধ দেয়া হয়।
অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম জানান, দেশের প্রথম ভারী শিল্প কারখানা স্থাপনের উদ্যোক্তা ছিলেন এনায়েতপুরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি একাধারে যেমন বহু ভারী শিল্প কারখানা স্থাপন করে দেশের অগণিত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তেমনি নিজ এলাকাতে দেশের সর্ববৃহৎ অলাভজনক মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করে মানুষের সর্বাধুনিক চিকিৎসায় বিদেশি নির্ভরতা কমিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন। তার ১২ তম মৃত্যুবার্ষিকীতে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.