বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় লালু শাহাকে অকাথ্য ভাষায় গালি গালাজ ও বিভিন্ন প্রকার হুমকি দামকি করে এ ঘটনায় ধুকুরিয়াবেড়া উত্তর পাড়া গ্রামের আব্দুল জলিল সরকার মিমাংসার লক্ষ্যে শান্ত হতে বলায় তাকে এলোপাতাড়িভাবে মারপিট করার অভিযোগ উঠেছে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কামরুল ইসলাম ও সুরুজ মন্ডলের বিরুদ্ধে।
এ ঘটনায় কামরুল ইসলাম ও সুরুজ মন্ডলকে আসামি করে আব্দুল জলিল সরকার বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে, অভিযোগের প্রেক্ষিতে ২১ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয় কামরুল ইসলাম (৩৪), পরে সেনাবাহিনী কামরুল ইসলামকে বেলকুচি থানায় হস্তান্তর করে।
গ্রেফতারকৃত আসামি কামরুল ইসলাম বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া পূর্ব বাজারপাড়া গ্রামের আবুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করার পর থেকে বেপরোয়া হয়ে ওঠে কামরুল ইসলাম, বিভিন্ন লোকের ঘর-বাড়ি ভাংচুর চাঁদাবাজি, হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এমনকি এ ঘটনার কয়েকদিন আগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে টাকা না দেওয়ার ঘটনায় রামু কর্মকারকে মারধর করে, এতে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তি বর্গকে জানালে তারা প্রভাবশালী হওয়ার কারনে এখনো তার কোন বিচার হয়নি।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, সেনাবাহিনীর অভিযানে কামরুল ইসলামকে আটক করে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে কামরুল ইসলাম কে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে বাকী আসামিদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।