প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ
বেলকুচিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন
রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও শতভাগ বিভাগিয় পদন্নোতি প্রদানের দাবিতে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন মেইন রাস্তার উপরে মানববন্ধন করেন সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, পরে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট দাবি পোছানোর লক্ষ্যে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার বিকেলে ২রা অক্টোবর বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয়ক পরিষদের আয়োজনে মানববন্ধনে সহকারী শিক্ষকগন বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা বলেন কোমলমতি শিশুদের সুন্দর জীবন গড়তে প্রাথমিক সহকারী শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অথচ সেই সহকারী শিক্ষকদের উপযুক্ত মুল্য না দিয়ে তাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। অতিশীঘ্রই বৈষম্য নিরসন করে ১০ম গ্রেড দাবি মেনে নেওয়ার আহবান জানান তারা।
এসময় প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয়ক পরিষদের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাংগঠনিক আল আমিন মন্ডল, আহসান উল্লাহ, নজরুল ইসলাম, জাকির আলম, রুবেল হোসাইন, রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.