প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
বেলকুচিতে প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা বীজ বপন যন্ত্র বিতরণ।
রেজাউল করিম
বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা বীজ বপনের যন্ত্র বিতরণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা টেকসই করার জন্য গবেষণা আরও জোরদারের মাধ্যমে বিভিন্ন ফসলের স্বল্প জীবনকালীন ও উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবন করার লক্ষ্যে এবং উৎপাদন আরও বাড়াতে কৃষকের স্বল্প পরিশ্রম ব্যয়ে এই ভুট্টা বপনের যন্ত্র বিতরণ করা হয়।
২৮শে মার্চ দুপুরে বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ১নং সদর ইউনিয়ন চর বেলকুচি দক্ষিণপাড়া গ্রামের মোঃ নূরুল ইসলাম ছেলে কৃষক মোঃ বুলবুল আহাম্মেদ জয় এর হাতে এই আধুনিক প্রযুক্তির ভুট্টা বীজ বপনের যন্ত্র তুলে দেওয়া হয়।
কৃষক বুলবুল আহাম্মেদ জয় বলেন আমরা দুর্গমচর এলাকায় ১০ বিঘার উপরে ভূট্রা চাষ করি, এতে আমরা অনেক লাভবান হয়ে থাকি। তবে এতোগুলা ভুট্টা বীজ বপন করা অনেক কষ্ট ও সময় ব্যয় হয়।এই যন্ত্র পাওয়ায় এখন অনেক সময় কম লাগবে এবং বীজ বপনের লাইনগুলো অনেক সরল হবে ও নির্দিষ্টমাপে বপন করা সম্ভব হবে। এতে আমাদের সময় অনেকটাই সাশ্রয় হবে ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত সূত্রধর ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.