রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি :
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ধর্মবর্ণ দলমত নির্বিশেষে এলাকায় শান্তিরক্ষার্থে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্ম উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরে পূজা মন্ডপে কোন দুষ্কৃতিকারী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগিয়ে কড়া নজরদারির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থার পরামর্শ দেন বক্তারা।
মঙ্গলবার সকালে ১লা অক্টোবর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা দায়িত্বপ্রাপ্ত ক্যাম কমান্ডার মেজর তবিবুর রহমান, বেলকুচি থানা সার্কেল অফিসার রাফিউর রহমান, বেলকুচি সহকারী কমিশনার ভূমি প্রতীক মন্ডল, বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, তদন্ত ওসি আব্দুল বারিক, পূজা উদযাপন কমিটির বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, বেলকুচি শাখার সাধারণ সম্পাদক অমৃত নারায়ন দে, বাংলাদেশ হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর শাহ, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, বেলকুচি উপজেলা জামায়াত আমির আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক মুসা হাশেমী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।