প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
বেলকুচিতে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
রেজাউল করিম,
বেলকুচি প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা সার্কেল এসপি মিস্টার জনরানা, বেলকুচি ভূমি কমিশনার শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান, তদন্ত ওসি আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত সূত্রধর, নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, পশু কর্মকর্তা রায়হান নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা গন উপস্থিত ছিলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়, পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.