মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান। সচ্ছল এবং দুস্থ মানুষের প্রতি এমন আবেদন জানানো লেখা ব্যানারে দেয়ালটির নাম দেওয়া হয়েছে ‘মানবতার দেয়াল’।
দেয়ালে এমন লেখেনির ব্যানারের মধ্য দিয়ে পাংশা রেলওয়ে স্টেশন ও পাংশা পৌরসভার সামনের সড়কের পাশে যাত্রা শুরু করেছে মানবতার দেয়াল। অনুকরণীয় এই মানবিক কাজ ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মানবতার দেয়ালটি শুভ উদ্বোধন ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের সদস্যরা। পাংশা পৌর এলাকার সচ্ছল মানুষরা দেয়ালে রেখে যাচ্ছেন তাদের অব্যবহৃত ও বাড়তি পোশাক। আর সেগুলো দুস্থ মানুষরা যার যেটা প্রয়োজন, সেটা নিয়ে যাচ্ছেন। এ সড়কে চলাচলকারী সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মানবতার দেয়াল। এখান দিয়ে আসা-যাওয়া র পথে অনেকেরই চোখ আটকে যায় এ দেয়ালের দিকে।
পাংশা পৌরসভার পাশেই পাংশা উপজেলা প্রেস ক্লাব,প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,যুবকদের এ উদ্যোগ সত্যিই সমাজের মানুষের বিবেককে নাড়া দিবে। তিনি তাদের সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের স্বচ্ছল মানুষকে এমন মানবিক কাজে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পাংশা উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হামজা শেখ জানান, বর্তমান যুব সমাজ ধর্ষণ, ইভটিজিংসহ নানান অপকর্মে জড়িয়ে পড়েছে। সেখানে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের সহযোগিতা করার জন্য আমরা অবশ্যই এগিয়ে আসবো।
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর শিকদার বলেন,ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সেচ্ছাসেবী মুলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পাংশা রেলওয়ে স্টেশন ও পাংশা পৌরসভার সামনে আমরা মানবতার দেওয়াল স্থাপন করেছি। এখানে অপ্রয়োজনীয় জিনিস রেখে যেতে আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে আহ্বান জানানো হয়েছে।