বর্তমান সময় আমরা অনেকে চাই আমাদের সুন্দর তম মূহুর্তকে স্মরনীয় করে রাখতে। আর এই মুহুর্তগুলোর ভিডিও চিত্র ধারণ করার জন্য আমরা একজন ভিডিওগ্রাফার কে ডেকে থাকি। যিনি আমাদের এই মূহূর্তিগুলোর ভিডিও তথ্য চিত্র ধারণ করে থাকেন।
তাদের মতোই একজন ভিডিও গ্রাফার তাফিম আহমেদ। যিনি বর্তমানে ভিডিওগ্রাফি ও ফটো এডিটিং এর মাধ্যমে বর্তমান সমাজের তরুন প্রজন্মের মাঝে একজন জনপ্রিয় ব্যাক্তি হয়ে উঠছেন।
সেই সাথে তার কাজের বুকিং পেতে অনেকে তাকে খোঁজেন। তার কর্ম দক্ষতা দেখে অনেকেই মুগ্ধ হন। বর্তমানে তিনি এই কাজের সাথেই আছেন। নানান ধরনের অনুষ্ঠান, বিয়ে , জন্মদিন, সুন্নতে খৎনা, পূজা থেকে শুরু করে প্রায় সব ধরনের অনুষ্ঠান এর ভিডিও তথ্য চিত্র ধারন করে থাকেন।
বর্তমান বেকার তরুন সমাজের আইডল তিনি। বেকার তরুন সমাজ চাইলে উনার মতো কাজ করে নিজের উপার্জনের একটি পথ তৈরী করে নিতে পারেন।
উনি দৈনিক ব্লিক্সবি কে এক সাক্ষাতকারে বলেন। " আমি বর্তমানে যে টা উপার্জন করে তা নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই কাজ ছাড়া আর কোন কাজ করি না। এই কাজে আমি মনের তৃপ্তি পাই । এই কাজের মাঝে যেমন কষ্ট আছে তেমন আনন্দ ও আছে। আমি দেখেছি আমার যদি কখনো মন খারাফ থাকে আর তখনি যদি আমি কোন ইভেন্টে যাই তাহলে ইভেন্টে যেতে যেতে আমার মন ভালো হয়ে যায়"
উনি আরো বলেন " অনেকেই এই কাজকে সম্মান করেন না । অনেকে ভাবেন এইটা কোন ক্যারিয়ার না। কিন্তু আমি মনে করি এইটাই আমার ক্যারিয়ার। আমি আমার কাজকে যথেষ্ট সম্মান করি"
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.