প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
মদ্যপানে মাগুরার এক তরুণীর মৃত্যু
মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
অতিরিক্ত মদ্যপানে মাগুরার এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তরুণীর নাম পূজা বিশ্বাস (২০)। সে মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।
পূজার স্বজনরা জানান, তাদের মেয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতো।
নিহত পূজা ফরিদপুর শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ী ভাড়া নিয়ে বসবাস করতেন। এঘটনায় একই কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্রী রত্না সাহা (২৪) এর মৃত্যু হয়েছে । সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।
স্বজনরা আরো জানায়, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দূর্গা পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।
এব্যাপারে, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অ্যালকোহল পানে সাধারণত কেউ মারা যায়না। তবে, হয়তো বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা কয়েকদিন আগেও অভিযান চালিয়ে এরকম ভেজাল অ্যালকোহল জাতীয় মদ জব্দ করেছি। গ্রেপ্তার করেছিলাম একটি চক্রকে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে বলে ডাক্তার বলছেন। তবে, অতিরিক্ত ভেজাল মদপানে মৃত্যু হয়েছে কি-না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.