মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
পুলিশ লাইন্স ড্রিল শেডে মাগুরা জেলার সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।
ঐতিহ্য ও গৌরবময় বিজয়ের ৫৪ বছর উদযাপন উপলক্ষে মাগুরা জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিনা মাহমুদা, বিপিএম, পুলিশ সুপার, মাগুরা মহোদয়। জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানান জনাব মিনা মাহমুদা,বিপিএম পুলিশ সুপার, মাগুরা মহোদয়। পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের বিভিন্ন স্মৃতিচারণ মূলক বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধান দেয়ার আশ্বাস প্রদান করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী মাগুরা জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মাগুরা মহোদয় । পুলিশ সুপার আরও বলেন সকল পুলিশ মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের পরিবারবর্গকে সার্বক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দিবে জেলা পুলিশ, মাগুরা। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাগুরা; জনাব মোঃমিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরাসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণের স্বজনবৃন্দ।