মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত খন্দকার শাহাজান আলীর পুত্র আলিউল আজিমের জমি দখল করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী বুলবুল ও তার পুত্র আব্দুল্লাহর বিরুদ্ধে ও জাকির হোসেন পিতা মৃত সোমা খন্দকার। মহেশপুর থানার অভিযোগ সূত্রে জানা যায় মঙ্গলবার (১ অক্টোবার) সকালে বুলবুল ও তার পুত্র আব্দুল্লাহ উপজেলার ১০৫ নং নিমতলা ফতেপুর মৌজার জমি যার খতিয়ান নাম্বার-৭১০ আর এস দাগ নাম্বার-৫৪৫ এই জমিটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে
আলিউল আজিম দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে বুলবুল তার পুত্র জোরপূর্বক জমি দখল করে কয়েকটি সেগুন গাছ কাটছিল। আলিউল আজিম বাধা দিলে লাঠি সোঠা দিয়ে মারধর ও হত্যার হুমকি দেয় বলে জানা গেছে। জমির মালিক আলীউল আজিম জানান, গাছ কেটে নিয়ে যাওয়ার সময় আমি মহেশপুর উপজেলা ভূমি কর্মকর্তা মহোদয়কে জানাই তিনি স্বরজমিনে এসে উভয় পক্ষকে বলেন জমি মেপে যার গাছ পাওনা হবে সেই নেবে কিন্তু ভূমি কর্মকর্তার কথা অমান্য করে মঙ্গলবার (১ অক্টোবার) সকালে জোরপূর্বক গাছগুলো নিয়ে যায়। এ বিষয়ে বুলবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান এসিল্যান্ড স্যার এসেছিল, তিনি বলেছিলেন জমি মাপের মাধ্যমে যার গাছ পাওনা হবে সেই নিবে কিন্তু আমি বাড়িতে না থাকায় আমার ছেলে গাছগুলো নিয়ে গেছে। তিনি আরো বলেন জমি মাপের পরে গাছ যার পাওনা হবে আমি তাকে গাছ ফিরিয়ে দেব। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান ফতেপুর গ্রামে গাছ কাটার অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।