মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২ টায় এ উপলক্ষে শহরের পারনান্দুয়ালী, দোয়ার পাড়, পারলা সহ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা শহরের ঐতিহাসিক নোমানি ময়দানে এসে জড়ো হয়। পরে নোমানি ময়দান থেকে আনন্দ মিছিল করে ভায়না মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে ও মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি খান হাসান ইমাম সুজা, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন, জেলা যুবদলের সদস্য মোঃ মিরান হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয় আহাম্মেদ ডলার শ্রীপুর গয়েশপুর আমলসার কিছু যুবদলের প্রমুখ, টিটো বিশ্বাস, মনিরুল,নাছির,জিকু, শাকিল,রুবেল ও স্বপন সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। বক্তাগণ বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়েছিল।