প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৭:০৩ পূর্বাহ্ণ
মাগুরায় দিনব্যাপী সমবায় অফিসের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
উৎপাদনমুখী সমিতি করি উন্নত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী মাগুরা সদর উপজেলা সমবায় অফিসের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার ১৮ সেপ্টেম্বর সকাল ৮.৩০ টার সময় হতে দুপুর ৩ টা পর্যন্ত মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তন রুমে ১ দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে করা হয়।
মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু প্রশিক্ষণে আলোচনা করেন, সমবায় কি এবং এর গুরুত্ব, সমবায় সমিতির সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্যদের দায়িত্ব কর্তব্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য হওয়ার যোগ্যতা, ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিলুপ্তি, অপসারণ ও বহিষ্কার।
মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম আলোচনা করেন, সমবায় সমিতির সভাসমূহ (বার্ষিক/বিশেষ সাধারণ সভা, ব্যবস্থাপনা কমিটির সভা, মুলতবী ও তলবী সভা), সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান, সমবায় সমিতির আমানত ও ঋণ ব্যবস্থপনা, সমবায় সমিতির বিনিয়োগ ব্যবস্থাপনা।
সহকারী পরিদর্শক সদর ও ফোকাল পয়েন্ট মোঃ মনিরুল ইসলাম আলোচনা করেন, ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ব্যবস্থপনা সমিতির তথ্য এন্ট্রির ক্ষেত্রে বিশেষ ভূমিকা।
পরিদর্শক জেলা সমবায় দপ্তর মোঃ আনোয়ারুজ্জামান আলোচনা করেন, সমবায় সমিতির আর্থিক রেজিস্টার পরিচিতি, হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুতকরণ, নিরীক্ষা কি ও এর প্রয়োজনীয়তা, নিরীক্ষা সম্পাদনে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইসরাত জাহান আলোচনা করেন, সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক জনসচেতনামুলক বিষয়সমূহ: গুজব, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, প্রতারণা ইত্যাদি বিষয় নিয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.