মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি,শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জান লিটন। জেলা প্রশাসক স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ইনডোর ঘুরে দেখেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন। তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতালে কর্তব্যরত নার্সদের সাথে কথা বলে রোগীদের চিকিৎসার ব্যাপারে সুবিধা অসুবিধা জানতে চান। এরপর তিনি হাসপাতালের ভেতর লাগানো বিভিন্ন ধরনের ফলজ গাছের বাগান ঘুরে দেখেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এরপর তিনি আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যৌতুক,বাল্যবিবাহ মাদক আত্মহত্যা প্রবণতা রোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু। অনুষ্ঠান শেষে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার সোহানের পরিবারের সদস্যদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে সুহানের গ্রামের বাড়ি শ্রীপুরে যান। সেখানে সুহানের পিতা শাহ সেকেন্দার আলী ও মাতা সন্তানের সাথে কথা বলেন। জেলা প্রশানক মোঃ অহিদুল ইসলাম পরিবারের সদস্যদের দুরর্দশার কথা শুনে তাদের সান্তনা দেন এবং সরকারের দেওয়া সুবিধা অচিরেই পাবেন বলে আশ্বাস দেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানাজি,সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, প্রেসক্লাব সভাপতি ড. মুসাফির নজরুল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.