মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকায় অবৈধ মেসার্স এমিকা ব্রিকস,একতা ব্রিকস, ঢাকা আরিচা বিশ্বরোড সংলগ্ন মানিকগঞ্জের বাটবাউর এলাকায় মেসার্স এ রহমান এন্ড কোম্পানি ব্রিকস,মেসার্স জামাল অ্যান্ড সন্স ব্রিকস,আব্দুল মালেক ব্রিকস এবং সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় তিন ফসলি কৃষি জমির উপর নির্মিত অবৈধ ইটভাটা মেসার্স যমুনা ব্রিকসের কোন রকম বৈধতা না থাকলে ও ক্ষমতার দাপটে দেদারসে চালিয়ে যাচ্ছেন এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিএসটিআই এবং জেলা প্রশাসকের লাইসেন্স সহ কোনরকম বৈধতা ছাড়া ছাড়পত্র বিহীন এইসব ইটভাটা চালিয়ে যাচ্ছেন। আইন লঙ্ঘন করে এসব অবৈধ ইটভাটা লোকালয় ও ফসলি জমিতে নির্মাণ করা হলে ও নিরব রয়েছেন স্থানীয় প্রশাসন । ইট পোড়ানো শুরু হওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি পার্শ্ববর্তী জমির ফসলের ও ক্ষতি হচ্ছে বলে জানা যায় ।
অভিযোগ রয়েছে, প্রতিবছর হাতেগোনা দুই-একটি ঢিলেডালা অভিযান পরিচালনা করে জরিমানা করা হলে ও স্থায়ীভাবে বন্ধ বা উচ্ছেদ করা হয় না এসব অবৈধ ইট ভাটা। এ ছাড়া, ভাটার মালিকরা পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষয়ক্ষতি সহ পরিবেশ দূষণ করলে সে বিষয়ে স্থানীয়রা অভিযোগ দিলে ও রাজনৈতিক প্রভাবে সেগুলো ধামাচাপাই থেকে যায়।
স্থানীয় কৃষকরা বলেন, মাঝেমধ্যে ভাটার ধোঁয়ায় প্রচুর দুর্গন্ধ হয়। তখন ক্ষেতে কাজ করতে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। ভাটার কারণে ধানের ফলন কম হয়। অনেক সময় জমির ধান পুড়ে যায়। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও কোন প্রতিকার পায়না।
মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) বলেন, এই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) বলেন, যাচাই বাছাই করে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. ইউসুফ আলী বলেন,অবৈধ ইটভাটার তালিকা জেলা প্রশাসক কে জানানো হয়েছে, জেলা প্রশাসক সিদ্ধান্ত দিলেই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে, আইনগত ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.