মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন।
শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪ইং সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
পর্যটন শান্তির সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেনে মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল ওয়ারেস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুর রহমান,
আলোচনা সভায় বক্তারা বলেন, মানিকগঞ্জে পর্যটনের বহু সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে পর্যটন কেন্দ্র স্থাপন করা সম্ভব। সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানান বক্তারা।