বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।
মানিকগঞ্জ, সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের, বাজার হাটে মিলছে, ক্রেতা চাহিদা অনুযায়ী কোরবানির গরু।
মানিকগঞ্জ জেলা, (ধামরাই থানা) কালামপুর ও টাঙ্গাইল দেলদুয়ারের মাঝে হাট হওয়াতে বিভিন্ন জাতের গরু পাওয়া যায়। ঈদ ছাড়াও মাসে ৪ বার হাট মিলে এখানে। কিন্তু কোরবানি ঈদের কারণে কিছু উন্নত জাতের গরু আসে এই হাটে। অপর, দুটি থানার কাছে বলে অনেক মানুষ আসে এ হাটে।দাম খুব কম বলে বিক্রি ও ক্রয় কতে পাচ্ছে লোকজন। হাট ইজার,লোকের সাথে কথা বলে জানা গেলো প্রায় ১৫০০ থেকে ২০০০ গরু আছে হাটে আর দাম সাধ্যের মাঝে হওয়া ও হাট ইজারাদার সাধ্যের মধ্যে গরু পাওয়া যায়, তাই কিছুটা ব্যাবস্থা করা হয়।
যারা গরু ক্রয় করতে আসছে তাদের মাঝে কিছু মানুষ বলে এখানে ভালো মানের গরু পাওয়া গেছে ও খুব অল্প টাকায়, হাট ইজারা কম এবং যোগাযোগ ব্যবস্থা ভালো বলে খুব সুন্দর করে গরু ক্রয় করতে পারলাম, আরেক ক্রেতা বলে এখানে ১লাখ ২০ এর মাঝে ভালো গরু পাওয়া যায়। হরগজ বাজার হাট কমিটির সভাপতি বলেন, এই হাট টি অনেক পূরানো, প্রতি বছর মতো বিভিন্ন জাতের গরু আসে এখানে, আবার বিভিন্ন প্রান্তের ক্রেতারা আসে এই হাটে, গরু ক্রয় বিক্রি করতে কোন দালালের দরকার হয়না, যোগাযোগ ভালো, ইজারা কম, সর্বশেষ নিরাপদের কারণে মানুষ এই হাটে আসে।
উল্লেখ ঈদের জন্য কোরবানি হাট সাটুরিয়া উপজেলার বিভিন্ন জায়গা বসেছে।