বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জ।
মানিকগঞ্জ বার লাইব্রেরীতে বীর মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ২১শে সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবানে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো : মিজানুর রহমান হযরত অ্যাডভোকেট,সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযুদ্ধের চেতনা টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম ৭১ মানিকগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ মনজুর আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মরিয়া খান শিপার। বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত ভূঁইয়া এডভোকেটসহ অনেক বীর মুক্তিযোদ্ধা।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মজনু বিশ্বাস।
১৯৫২ সাল হয়েছে ১৯৭১ সাল পর্যন্ত এবং ২০২৪ (৫ ই আগস্ট) পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে ১মিনিট নীরবতা পালন করা হয়।
মত বিনিময় সভায় সকল বক্তাই বক্তব্যে বলেন আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান দেশ ও জনগণের অত্যন্ত প্রহরী। আমরা সকল দলের সম্মানিত সন্তান। আমরা একক কারো পক্ষে নই। প্রশাসনের মাধ্যমে বর্তমান সরকারের নিকট আমাদের দাবি বীর মুক্তিযোদ্ধাদের যেন কেউ অসম্মান না করে সেদিকে লক্ষ রাখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মত বিনিময় সভায় সর্ব সম্মতি ক্রমে আগামী ১৯শে অক্টোবর রোজ শনিবার ২০২৪ইং সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আমাদের প্রিয় একাত্তরের রণাঙ্গনের সাথী যুদ্ধকালীন থানা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলার সাবেক জেলা কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডুর স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্মরণসভা সফল করার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয় সেই সাথে আগামী ৭ই অক্টোবর ২০২৪ ইং সোমবার যুদ্ধকালীন ২২ থানার দায়িত্বপ্রাপ্ত ২ নং সেক্টরের কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:)আব্দুল হালিম চৌধুরীর মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে সকল বীর মুক্তিযোদ্ধাদের কে আমন্ত্রণ জানানো হয়।
সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
পরে উপস্থিত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বীর মুক্তিযোদ্ধাদের কে দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া।