মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন:
১৭ই অক্টোবর ২০২৪ ইং সকাল ১১ টায় মানিকগঞ্জ পৌরসভাধীন বাসস্ট্যান্ডে যৌথবাহিনী উদ্যোগে ফুটপাতের অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ ফুটপাতে বিভিন্ন দোকানপাট নিয়ে ব্যবসা করাতে সাধারণ জনগণের চলাফেরার বিঘ্ন ঘটছে। উচ্ছেদ অভিযানের শত শত জনগণ উৎসাহিত হয়ে দাঁড়িয়ে দেখছে। সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হইলে বলেন গরিব মানুষ ফুটপাতে ব্যবসা করে খায় তাদের দোকানপাট ভেঙ্গে দিলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টের দিন যাপন করতে হবে।
আবার অনেকে বলেন আমরা ওদের জন্য রাস্তায় চলাচল করতে পারি না। হোটেলের সামনে বড় বড় হাড়ি এবং কড়াই চুলায় বসাইয়া রাস্তা ব্লক করে রাখে। হাসপাতালের গেট থেকে শুরু করে রাজ হোটেল পর্যন্ত মানুষের চলাচল খুবই কষ্টকর। অন্যদিকে ফল পট্টি থেকে শুরু করে পি টি আই গেট পর্যন্ত মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে।
পি টি আই গেটে ফুটপাতে রুটির দোকান সিঙ্গারার দোকান পুরীর দোকানের জন্য মানুষ চলাচল করতে পারে না। সাধারণ মানুষ মনে করে রাস্তার দোকান উচ্ছেদ করলে মানুষের চলাচলের সমস্যা হবে না। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।