মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন:
গতকাল (১১ সেপ্টেম্বর ২০২৪ ইং) শুক্রবার সকালে মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে বিডি ক্লিনের সহযোগিতায় ময়লা, আবর্জনার খাল পরিস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। মানিকগঞ্জ শহরের সদর থানার ও সরকারী দেবেন্দ্র কলেজের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের কচুরিপানা, ময়লা, আবর্জনা স্তূপ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ আরো ২০ বছর আগেই পৌরসভার উন্নয়ন ও পরিবেশ রক্ষার তালিকায় থাকা উচিত ছিল। দীর্ঘ বছর পরে হলেও মানিকগঞ্জ শহরবাসী অনেকটা পরিবেশ রক্ষা জন্য ভাল কাজ বলে মন্তব্য করেছে। শহরের একটি মাত্র এই খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
এই কাজে বিডি ক্লিনের প্রায় ৩০০ সদস্যের উপরে কর্মীর নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে। জেলা প্রশাসক জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, মানিকগঞ্জের এই খাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করলাম। আগামীতে স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে মানিকগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করব এবংসুন্দর একটা পৌরসভা উপহার দেব। বিডি ক্লিনিক এর পক্ষ থেকে বলেন ২০১৬ সাল থেকে বর্তমান পর্যন্ত ৫৯ জেলায় ২০০ও অদিক কর্পোরেশন এবং পৌরসভা গুলোতে আমরা কাজ করে যাচ্ছি। পরে বিডি ক্লিনিক শপথ বাক্য পাঠ করে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.