মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন:
মানিকগঞ্জ সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব শেখ মেজবাহ-উল- সাবেরিন। গত ৩০শে অক্টোবর ২০২৪ইং বুধবার তিনি উপজেলা নিবাহী কমকর্তা হিসাবে যোগদান করেন। এর আগের উপজেলা নিবাহী অফিসার জনাব লিটন ঢালীর নিকট থেকে সদর উপজেলার
সহকারী কমিশনার( ভূমি) জনাব জহুরুল আলম দায়িত্বভার বুঝে নেন। পরে নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ-উল- সাবেরিন ৩০শে অক্টোবর যোগদান করলে জনাব জহুরুল আলম সহকারী কমিশনার (ভূমি) নতুম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মেজবাহ -উল- সাবেরিনকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
নবাগত ইউএনও মহোদয় ৩৪’তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা ছিলেন । তিনি ঢাকা ইডেন কলেজের থেকে (ইংরেজি বিভাগ) অনার্স মাস্টার্স করেন।
২০১৬ সালে রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসাবে চাকুরীতে চাঁদপুর জেলায় যোগদান করেন। তিনি নরসিংদী জেলার সদর উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং সাদা মনের একজন সরকারি কর্মকর্তা। তাহার সাথে কথা বলে জানা গেল তিনি উদার মনের মানুষ।
নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার
বলেন, সকলের সহযোগিতায় এই উপজেলা প্রশাসনকে আমি জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীলসমাজ, গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
দৈনিক জয় সাগর পত্রিকার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেনের সাথে আলাপচারিতায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেশ ও জনগণের সেবার কথা বলেন।