বিপ্লব কুমার দাস। উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা চেকপোস্টের দায়িত্বরত আমিনুল গতকাল শুক্রবার (১২ জুলাই, ২০২৪) গজারি কাঠভর্তি একটি পিকাপ ভ্যান হতে ১২০০/-টাকা ঘুস গ্রহণ করে। এ সময় ছবি তুলতে গেলে জাতীয় অর্থনীতি পত্রিকার সাংবাদিক এবং দৈনিক বিজয় সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কাশেম এর সাথে এক দস্তাদস্তি ও সাংবাদিক এর মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটে। আমিনুল বলে যে, আমি গোপালগঞ্জের লোক। আমাকে কেউ কিছু করতে পারবে না। পুরো প্রশাসন কিনে নিয়ে এখানে আসছি।
এ সময় দু জন মহিলাসহ ৫/৬ জন পুরুষ লোকের উপস্থিতিতে আমিনুুল সাংবাদিক কে অত্যান্ত অশালীন, অকথ্য, অশ্রাব্য, নোংরা ও জঘন্যতম ভাষায় গালি-গালাজ করে। সাংবাদিক তার নাম জিজ্ঞেস করলেই ক্ষেপে গিয়ে সে মোটা গজারির ডাল নিয়ে তেড়ে আসে এবং আঘাত করে। উপস্থিত লোকজন আঘাত প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন সাংবাদিকের মোবাইল উদ্ধার করে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, এলাকাবাসী বলেন, উক্ত আমিনুল কে কিছু করার ক্ষমতা কেউ রাখে না। সে সগর্বে বলে বেড়ায় আমাকে কিছু করার ক্ষমতা কেউ রাখে না। এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।