আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও বিভিন্ন দপ্তরের সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ১৩ই জুন ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলার ১০ জন গুণী জনকে মোহাম্মদ নাসিম স্মৃতি সন্মাননা প্রদান করা হয়েছে।১৩ জুন কাজিপুর পাবলিক লাইব্রেরি পক্ষ থেকে কাজিপুর শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম এ সন্মাননা দেওয়া হয়। দশটি ক্যাটাগেরিতে যারা সন্মাননা পেলেন রাজনৈতিক অঙ্গনে মানব সেবায় মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল হোসেন (মরণোত্তর) চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজ এর অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সাইদুল ইসলাম, শিক্ষা ক্ষেত্রে প্রফেসর মোঃ রেজাউল করিম,কৃষি ক্ষেত্রে কৃষিবিদ রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধে অবদানের জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চান মিয়া, সমাজ সেবা ও ধর্মী সম্প্রীতি বজায় রাখা ক্ষেত্রে অধ্যাপক পরিমল কুমার তরফদার, সমাজ সেবা ও মানবিক কর্মকান্ডের জন্য আব্দুর রাজ্জাক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম শব্দ সৈনিক কন্ঠ শিল্পী গাজী শাহ আলী সরকার, সাহিত্যে রিপন আহসান ঋতু এবং মানব সেবায় কিংবদন্তী ফুলেয়ারা বেগম। উল্লেখিত বিষয়ে বিশেষ অবদান রাখায় দশ জন কে সন্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিম পুত্র সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেফাজ উদ্দিন।এর আগে অতিথি বৃন্দ কাজিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাবলিক লাইব্রেরিতে মোহাম্মদ নাসিম স্মৃতি কর্ণার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লেখক আল মাহমুদ সরকার জুয়েল, সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কবি শাহ আলম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম মাস্টার, সদস্য কেএম ওমর ফারুক, আব্দুস সোবহান চান। এছাড়া উপজেলা আঃলীগের সদস্য বৃন্দ, উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ,কাজিপুর উপজেলার বিভিন্ন কলেজ এর অধ্যক্ষগন,ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ।