‘আমরা আওয়ামী সরকারের ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচনে যাই নি। আমরা নয়ছয়ের রাজনীতিতে পা ফেলিনি। আমরা সর্বদা চেয়েছিলাম একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান, যতদ্রুত সম্ভব জাতির সামনে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিন’– বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
রবিবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজারে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে নেই কোনো ভয়। বাংলার আলেম সমাজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আফেন্দী বলেন, ‘আমরা বেশ কয়েকবার জেল খেটেছি। কারাবাসে, রিমান্ডে কিংবা জালিমের অত্যাচারে আমরা কখনোই হতাশ হইনি। বরং ভেবে নিয়েছি, মহান আল্লাহ তায়ালা আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। আমি ২৬ দিন রিমান্ডে ছিলাম। আমার মতো অসংখ্য ব্যক্তি তারও বেশি জেল খেটেছে, রিমান্ডে নির্যাতন সহ্য করেছে।’
যৌথসভায় মুফতি মাহমুদ বিন আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজী।
এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডিমলা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, যুব জমিয়তের রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামান, ছাত্র জমিয়তের নীলফামারী জেলা সভাপতি মোঃ রাজু রুহানী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে, জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ জাফর আহম্মেদ।