মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন:
গতকাল ১৭ই অক্টোবর ২০২৪ ইং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস।
জানা গেছে, বরখাস্ত হওয়া বাংলাদেশ পল্লী বোর্ড হতে ডিজিএম, জিএম, এজিএম, সহ ২০ জন উপরস্থ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারন করা হয়েছে । তাদের স্বপদে বহালের দাবীতে বিদ্যুৎ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। এই খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, জেলা প্রশাসনের কর্মকর্তার হস্তক্ষেপে বেলা ৩টার পর বিদ্যুৎ চালু করা হয়।
জানা গেছে, দূর্ণীতির অভিযোগে সারাদেশে পল্লীবিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারনের প্রতিবাদে মানিকগঞ্জের পুরো জেলার বিদ্যুৎ বন্ধ করে দেয় পল্লীবিদ্যুৎ সমিতি।
তাদের দাবি উপরস্থ কর্মকর্তাদের চাকুরীতে বহাল রাখার জন্য এবং অস্থায়ী কর্মচারীদের চাকুরি নিয়মিত করার জন্য তাদের এই আন্দোলন। এসময় পল্লীবিদ্যুতের চারজন কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়। বর্তমানে পল্লী বিদ্যুৎ অফিসের অবস্থা স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.