প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৪:০৭ পূর্বাহ্ণ
রাজবাড়ীতে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
রাজবাড়ী জেলার কালুখালীর মাধবপুর বাজার এলাকায় বিদ্যুৎ এর ট্রান্সমিটার চোর সন্দেহে গণপিটুনির ফলে মোঃ নাজমুল মোল্লা(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালি থানার পূর্ব গাড়াখোলা এলাকার আহাম্মাদ মোল্লার ছেলে।তিনি ভ্যান গাড়িতে করে ভাংরি ব্যবসায়ী করতেন। নিহতের স্ত্রী আন্না বেগম কালবেলাকে জানায়, গত বুধবারে কালুখালীর হরিণবাড়ীয়া চরে জামাই বাড়িতে গেছিলো মেয়ে জামাই কে আনতে।
নিহতের জামাই মো: সুজন মোল্লা বলেন, গত কাল শুক্রবার রাত ৯ টার দিকে শশুরের সাথে গল্প করে ঘুমাতে যাই।হঠাৎ রাত ৩ টার দিকে সালাম দড়ি,সাইদ মোল্লা, রঞ্জু দড়ির নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোঁটা নিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে।তারা আমার শশুর কে লোহার রড, পাইপ দিয়ে মারতে থাকে। তারা বলে তোর শশুর বিদ্যুৎ এর ট্রান্সমিটার চুরি করছে।সেখান থেকে তারা আমার শশুর কে মাধবপুর বাজারে নিয়ে মারে।সারারাত তারা তাদের কাছে রেখে মারপিট করে। সকাল ৮ টায় আবার মেরে কালুখালী হসপিটালে নিয়ে যায়। সেখানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন বলেন, সকাল ৯ টার দিকে হসপিটাল গেটে কে বা কাহার তাকে ফেলে রেখে গেছে জানা যায়নি।তবে দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুর রহমান বলেন পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.