মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে গণ জমায়েত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর দারুল উলুম অংকুর কওমি মাদ্রাসা মাঠে ১,২ ও ৩নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আয়োজনে এক গণ জমায়েত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্বার মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বহরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার খানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও আগামীর রাজবাড়ী ২ আসনের জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়ারদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, ৩ নং ওয়ার্ল্ড সেক্রেটারি মোঃ আলাউদ্দিন মাস্টার, ২ নং ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান, ১নং ওয়ার্ড জামাতের নেতা আব্দুস সালাম, সাবেক ছাত্র শিবির কর্মী সেলিম রেজা প্রমূখ।
বক্তাগণ বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত আমরা কোন কথা বলতে পারিনি। সাবেক সরকার আমাদের কণ্ঠরোধ করে রেখেছিল। আওয়ামী লীগ সরকার ১৬ বছরের ক্ষমতা কালে আমাদের শীর্ষ কয়েকজন নেতাকে অকারণে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করবার ঘৃণ চক্রান্ত লিপ্ত হয়ে দেশের আলেম ওলামাদের উপর দুঃশাসনের স্ট্রিম রোলার চালিয়েছে। গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার নিরীহ ছাত্রদের হত্যা করবার পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যার কারণে আমরা আজ মন খুলে ফাঁকা মাঠে কথা বলতে পারছি। আমরা সকল দলের শাসন ব্যবস্থা দেখেছি। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন এটা আশা করছি। আমরা একবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় এনে দেখি দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সকল স্থানে সুন্দর কমিটি গঠন করতে হবে। যে কমিটি আগামীর নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন করবেন।