রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউনিয়নের সিংগা আলীপুর গ্রামের বারেক শেখের প্রবাসী ছেলে হাসান শেখ প্রবাসে যাওয়ার আগে একই উপজেলার বাণীবহ ইউনিয়নের নিছপাড়া গ্রামের মসলেম সরদারের মেয়ে মোসাম্মাত তানিয়া খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে , বিয়ের প্রবণ দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে , সেই অনৈতিক সম্পর্কের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন হাসান, এই ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার তানিয়াকে ধর্ষণ করেন হাসান , অভিযোগ ভুক্তভোগী তানিয়া খাতুনের ।
রাজবাড়ী সদর উপজেলা আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের হাসেন মন্ডলের ছেলে মোঃ রায়হান মন্ডল থাকেন জেলা শহরের পৌরসভা এলাকাধীন শ্রীপুরে, রায়হান মন্ডল পৌর জামায়াত ইসলামের রোকন ও সদর উপজেলা মডেল মসজিদের খাদেম, সিঙ্গা আলীপুরের প্রবাসী হাসানের ঘনিষ্ঠ বন্ধু রায়হান, সেই সুবাদে হাসান, রায়হানের নিকট তানিয়া খাতুনের অশ্লীল ভিডিও চিত্র পাঠায় রায়হানের মোবাইল ফোনে সেই ভিডিও দেখিয়ে দুই বছর যাবত চাঁদা দাবি করে আসছিল রায়হান ও তার সহযোগী সামাদ মন্ডল এবং চক্রের সদস্যরা। অভিযোগ করে তানিয়ার স্বামী হাফেজ মাওলানা সাঈদ বলেন রায়হান ও সামদ দুই বছর যাবত আমার স্ত্রীর অশ্লীল ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল ইতিমধ্যে আমি রায়হানকে পাঁচ হাজার টাকা চাঁদা দিয়েও তাদের খুশি করতে পারি নাই । ইতিপূর্বে আমার নিকট রায়হান ও সামাদ সহ কয়েকজন এক লক্ষ টাকা চাঁদা দাবি করিলে আমি দিতে অপারগতা স্বীকার করিলে রায়হান সহ চক্রের সদস্যরা আমাকে মেরে ফেলার হুমকি দিলে, আমি রাজবাড়ী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি যাহা এখন রাজবাড়ী ডিবিতে তদন্ত দিন রয়েছে। এ বিষয়ে মামলার উল্লেখযোগ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেন তানিয়া খাতুন ও তার স্বামী হাফেজ মাওলানা সাঈদ ।
মোবাইলে ধারণকৃত ভিডিও এবং চাঁদা দাবির বিষয়ে সাঈদ স্থানীয় কয়েকজনকে অবগত করিলে সম্মান রক্ষার্থে স্থানীয়রা ঘরোয়া ভাবে সালিশ মীমাংসায় বসেন , রায়হান ও সামাদকে নিয়ে ভুক্তভোগী হাফেজ মাওলানা সাঈদের সঙ্গে আলোচনা ও বিচার হয়, স্থানীয়রা রায়হান ও সামাদকে মোবাইল থেকে অশ্লীল ভিডিও ডিলিট করার নির্দেশনা সহ সতর্ক করেন, স্থানীয়দের নির্দেশ কর্ণপাত না করে পুনরায় চক্রটি চাঁদার দাবি করে আসছিলেন, পরবর্তীতে সাঈদ স্থানীয়দের জানালে, তারা অপারগতা স্বীকার করে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দেন, আব্দুল আলীম সহ এলাকার একাধিক ব্যক্তি । এ বিষয়ে তানিয়া বলেন আমার দুটি বাচ্চা রয়েছে রায়হান ও সামাদের অত্যাচারীতে আমি দিশেহারা, আমার এখন আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই , আমি আত্মহত্যা করলে এর জন্য রায়হান ও সামাদ দায়ী বলে তানিয়া খাতুন জানান ।
এ বিষয়ে রাজবাড়ী জেলা জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের নিকট সাক্ষাৎকার চাইলে কৌশলে সাংবাদিকদের হুমকি দেন ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.