প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১, আহত ১
মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস টেনে কাটা পড়ে মিজান ফকির (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মিজান ফকির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকার আবদুল হাকিম ফকির ছেলে। এসময় অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নেয়া হয়।
শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর রেলগেট ও বহরপুর রেলগেটে মাঝামাঝি গোশাইপাড়া নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
স্থাণীয়রা জানিয়েছেন, শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল ৪ টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে রেল রাস্তা দিয়ে মিজান বহরপুর বাজারে দিকে রওনা করেন , তার দোকানে বিক্রির জন্যে পান কেনার উদ্দেশ্য। রেলের পাশের রাস্তা চলাচলের অনেক উপযোগী থাকায় ট্রেন লাইনের মধ্যে দিয়ে হাটতে থাকে। এসময় কিছু বুঝে উঠার আগেই ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোঃ পলাশ ফকির নামে আর একজন ট্রেনে আঘাতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় । আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী জিআরপি থানার এসআই আব্দুল করিম বলেন, বৃষ্টির মধ্যে ট্রেন লাইন দিয়ে হেটে যাওয়ায় সময় মিজান নামে এক ব্যাক্তি কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা মৃত্যু হয়। এসময় অপর একজন আহত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.