মোঃ হামজা শেখ, আরাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা বিলাপাড়া এলাকায় এজাহার ভুক্ত আসামী ধরতে গেলে পুলিশ কে উদ্দেশ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সজীব নামে একজন। শুক্রবার (৬ ডিসেম্বর) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে মোটরসাইকেলে পাংশা থানাধীন পাট্টার বিলপাড়ায় একটি মারামারি মামলার আসামি ধরতে যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ অফিসার। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
পাংশা মডেল থানা থেকে জানা যায় , গত ১৯ আগস্ট চাঁদা না পেয়ে ছেলেকে মারপিট করায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পাট্টা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে। ওই মামলার আসামি সজীব শেখ।