প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
রাজবাড়ীতে বাস- মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে সিজান (১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছে।
২৯ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেজান শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মফিজ শেখের ছেলে।
জানা গেছে, মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী জেআর পরিবহনের বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারীজের সামনে পৌঁছালে বাসের একটি চাকা ফেটে যায়। তখন দৌলতদিয়া থেকে ছেড়ে আসা মাহেন্দ্রের সাথে ধাক্কা লাগলে মাহেন্দ্রে বসে থাকা কিশোর সিজান মাহেন্দ্র থেকে মহাসড়কে পড়ে যান। এতে সে গুরুতর আহত হলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, বাসের সাথে মাহেন্দ্রের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। থানা পুলিশ জেআর পরিবহনের বাসটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.