রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার ব্যানারর জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যাণি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এসে পথসভা করে।
পথসভায় রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ আইন বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম,, জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক ফজলে রাব্বি প্রমূখ।
এছাড়া পথসভায় জেলা গণঅধিকার পরিষদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।